ক্যাফে কাব্যে পাভেল আমান

মাঝে মাঝে
মাঝে মাঝে হারিয়ে যাই
এক গভীর তন্ময়তায়
প্রতিনিয়ত খুঁজে বেড়াই
ব্যক্তি সত্ত্বা নির্জনতায়।
মাঝে মাঝে উড়তে থাকি
নীল আকাশে সুদূর পানে
অনেকটা পথ তবূ বাকি
এগিয়ে চলার অভিযানে।
মাঝে মাঝে ভেসে চলি
আপন ছন্দে মনের সুখে
সৃষ্টি নিয়ে কথা বলি
জীবন ধারার অভিমুখে।
মাঝে মাঝে সুপ্ত আশা
জাগিয়ে ওঠে ভাবনা দ্বারে
ভিড় করে নিত্য ভাষা
মনন ভবনে বারে বারে।