ক্যাফে কাব্যে পাভেল আমান

তোমার পাশে
তোমার দিকে হাত বাড়িয়ে
স্বপ্ন দেখি একতার
ভেদাভেদের সীমা ছাড়িয়ে
স্লোগান তুলি সমতার।
তোমার পাশে দাঁড়িয়ে তবে
বিবেক বোধের জাগরণ
মনুষ্য চেতন মননে রবে
সম্প্রীতিকে নিয়ত বরণ
তোমার প্রতি রয়েছে যথা
অঙ্গীকারের দায়বদ্ধতা
ব্যক্ত করেই ভাবনা কথা
বিস্মৃতি প্রায় অবরুদ্ধতা।
তোমার সাথে জুড়ে দিয়েছি
সুখে দুখের সহাবস্থান
পথ চলাতে সতত গেয়েছি
বন্ধুত্বের নিত্য জয়গান।