সাপ্তাহিক ধারাবাহিক কথা সাগরে পিয়াংকী (সাবেক কথা – ২৪)

সিরিজ – সাবেক কথা

ছ্যাপ

…ভোরের ওপর থেকে বয়ে যাচ্ছে বিলাসী হাওয়া। উঠোন ধুইয়ে দিচ্ছেন সেই রমণী যিনি পদ্মবনে রোজ সাপ খুঁজতে যান নির্ভয়ে। আবার সেই রমণীই দুয়ারে ছ্যাপ ফেলেন বারবার আর ডাক দেন তাদের যারা সূর্যোদয়ের পর বিছানা ত্যাগ করতে বইয়ে দেয় বেলা। এই রমণীর শ্যামল ত্বকের উপর বাসা বেঁধেছে একঝাঁক জংলী পোকা। তিনি সযত্নে তাদের রক্ষণাবেক্ষণ করেন। তাঁকে দেখে লোকজন হাসে, কিভাবে পোকায় পোকায় ভরে যাচ্ছে তার দেহ, অথচ তিনি নির্বিকার। তার পরনের সাদা থানে ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে আছে নক্ষত্র। ক্লান্ত অবসন্ন মায়ামুক্ত এই ছবিটি কি আদৌ একটি নারীর? উর্বরতা বুনে রাখা দুপুরে তিনিই কি ছ্যাপ দিয়েই আদতে পরিস্কার করে চলেছেন আরেক আবর্জনা। জীবন থেকে একটা একটা করে সরে যাচ্ছে দিন।রেখে যাচ্ছে শুধু জীবাশ্ম। সেই জীবাশ্মর থেকে একদিন গাছ জন্ম নেবে, জন্ম নেবে অনেক অনেক তারা আর নতুন উত্তরসূরী। যে রমণী পদ্মবনে সাপ খুঁজতে যেতেন নির্ভয়ে তিনি আরও একদলা ছ্যাপ ফেলে বলবেন,”আয় জীবন তোর সাথে যুদ্ধযুদ্ধ খেলি”

২১ শে জ্যৈষ্ঠ
দুপুর ১:০২
চিলেকোঠার সিঁড়ি

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।