Poetry In Other Language By লাবনী বসু

অমূল্য
অনুভূতিগুলো পাথরের গায়ে খোদাই করে রাখতে পারো।
হয়তো হৃদয়ের যন্ত্রণা কমবে না শুধু ক্ষতগুলো অক্ষত হয়ে রয়ে যাবে।
তাতেই বা ক্ষতি কি কোনো এক আগত আগামীর সাক্ষী হয়ে থাকবে তোমার যন্ত্রণাগুলো ।
আসলে ঘরে ফেরার গান শুনে সব পাখিরা ঘরে ফিরতে চায় না ,শুনতে চায় তোমার না বলা কথা ।
আসলে যন্ত্রণার তো বর্ণ গন্ধ রং হয় না ,হয়তো তাপ উত্তাপ কিছুই হয় না শুধু হয় তীব্র অনুভূতি।
তারাও বোঝাতে চায় কখনো কখনো হৃদয় চিরে যন্ত্রণাগুলো আমাদের জীবনে অমূল্য।