প্রবাসী ছন্দে নিলুফা সুলতানা লিপি (বাংলাদেশ)

মায়াবন
মিথ্যে সংস্পর্শে প্রতিদিন গড়ে উঠে বসত,
খন্ড খন্ড চিত্রপটে অজশ্র মিথ্যের বেসাতিতে
সাজাই কতশত দৃশ্যপট,
দুঃখগুলো আর দুঃখ থাকে না
সুখদুঃখ রঙিন হয়ে মিলেমিশে হয় একাকার
পৃথক করে ভাবতে পারি না আর,
যেমন দিনরাতকে আলাদা করে ভাবতে ভুলে গেছি
সব যেন সমান্তরাল,
টিকটিক শব্দে বুঝতে পারি ঘড়ি চলছে
সময়ও থেমে নেই;
কিন্তু তাকিয়ে দেখি না কয়টা বাজে।
পরম বিশ্বস্থতায় বিশুদ্ধ আমাতে যখন হাত রাখি,
মায়াবন উড়ে যায়
কী যেন এক অস্থিরতা তাড়া করে,
বারবার ভুলে যাই আমি তো আজন্মই বোকা।
ভুল মন্ত্রে কেবল অপেক্ষা,
মায়াবন নির্ভয়ে থেকো।