T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় নন্দিনী সেনগুপ্ত

মিছিলের মেয়ে
মিছিলের মেয়েরা কি ফিরবে না ঘরে?
রাতের আঁধার ছিল মায়েরই মত,
পথে পথে প্রতিবাদে শোণিতের রঙ
ঢেকে দিতে পারবে কি অসংখ্য ক্ষত!
মিছিলের মানুষেরা ফিরবে না ঘরে,
ঘর জুড়ে লেখা আছে মিছে সান্ত্বনা,
স্তোক দেখে মানুষেরা আঁধার মেখেছে,
এইভাবে বেঁধে থাকা কেউ জানতো না।
ঈশানকোণের মেঘ দেখেছ কি তুমি?
উঠবে দমকা ঝড় মিছিলবিকেলে
বিকেল গড়িয়ে রাত ভুলে যায় ঘর
ঝড়ের বাতাস দেখো পথ জুড়ে খেলে।
বাহুল্য খসে যাবে ঝড় শেষ হলে,
হবে না শান্তিবাণী পরিহাসপ্রিয়।
পৃথিবীর সব কথা গান হয়ে যাবে,
তুমিও মিছিলে দেবীমুখ এঁকে দিও।