কবিতায় বলরুমে নিবিড় সাহা

মাটি
পাথরে পা রেখেও যখন মাটির গন্ধ পাই,
অনুভূত হয় এখনও কিছু ঘাস আর গুল্ম
রয়ে গেছে দুরূহ ফাক ফোকরে l
চড়াই বেয়ে অনেকটা উপরে এলে
বাহারি কাচের প্লেটে খাবার পরিবেশিত হয়,
জানি তা অমোঘ আকর্ষণ l
পরচুলার মতো পোশাকি পেশাদারিত্ব
স্বাদ, গন্ধ, অনুভূতি হীন l
অথচ সেই ভাগের বিড়ি তে, ছিলো
বৃষ্টি ভেজা মাটির মতো গন্ধ l
গোড়ালিতে লেগে থাকা যে মাটি
সেখানে হয়তো এখন ইট বা পাথরের স্তুপ,
এ বিলাস বহুল কারাবাসে রয়ে গেছে
আমার ভিতর এক আমি, আর
এক টুকরো একান্ত আপন চাষ যোগ্য জমি l