কবিতায় বলরুমে ধারাবাহিক নিবিড় সাহা

অন্দরমহল ১০
এক টুকরো রোদ…..
ঘরময় ছড়িয়ে পড়ে আলোর দানা
ঠোঁটের কোণে কোণে ফুটে ওঠে বোগেনভেলিয়া
কোলের আয়নায় প্রজন্মের ছবি l
ছোট্টো নরম মুঠোয় ধরা আমার আঙুল
রাস্তা পার করে দেওয়া বাবার আঙ্গুল হয়ে গেলে,
আমিও ধীরে ধীরে বাবার মতো শিখে যাই
কি ভাবে চারার যত্ন নিতে হয় l