কবিতায় নূপুর রায় (রিনঝিন)

স্বাধীনতা
আগস্ট আমার স্বাধীনতা আগস্ট ভেজায় মাটি
আগস্ট আমার শৃঙ্খলমুক্ত স্বাধীন পতাকা’টি।
আগস্ট জুড়ে স্বজনহারা বিয়োগ ব্যথা শোক
পড়শী দেশে দেখছি কেমন মরছে কত লোক।
আগস্ট নামে মনের ভিতর স্মৃতির বেড়াজাল
এখন সবই এলোমেলো ধরবে কে ঠিক হাল।
আগস্ট নামে সবুজে সবুজ আমার বসুন্ধরা
ধ্বংসলীলায় বিরতি দাও মিটবে তবে খরা।
আগস্ট নামে উজ্জ্বল মুখ বীর শহীদের নাম
মলিন কেনো হচ্ছে আজ? উজ্জ্বল ধরাধাম!
এতকাল পরও ভেদাভেদ রক্তমাংস বন্যা
বিচার চাই, রাত দখলে পথে নামে তাই কন্যা।