ক্যাফে কাব্যে নূপুর রায়

নারী
নারীর শরীর ভোগের বস্তূ তার বেশি নয়
অতীত ও বর্তমান একই চিত্র রয়।
পঞ্চস্বামী থাকা সত্ত্বেও বস্ত্র হরণ হয়!
সীতামাতা ও পায় নি ছাড় অগ্নি পরীক্ষা দিতে হয়।
আধুনিকতার ছোঁয়া লেগেছে উড়ছে জয় ধ্বজা
সিংহাসনের রাজা বদলেছে বদল নেই তো প্রজা।
ক্রেতাযুগে সীতা মাতা পাতাল প্রবেশ করে,
কলিকালে নারীর শরীর আগুনে ঝলসে মরে।
ভিনরাজ্যে জ্বলছে আগুন জ্বলছে আগুন বাংলায়
বিভৎসতার চিত্রপটে নারী কেনো আজও বলি হয়।