কবিতায় নূপুর রায়

এপিঠ ওপিঠ
তুমি আমি ছিলাম আছি
বদলেছে কি কিছু?
রিপু কেবল করছে তাড়া
ছুটছে পিছু পিছু।
জীবন পথের পথিক সবাই
হাঁটছে একা একা,
আগে পিছে যাচ্ছে চলে
যাচ্ছে না কেউ দোকা?
আমার আমার যা সব কিছু
আমার তো কিছু নয়
তবু কেন ছেড়ে যেতে
হারানোর এতো ভয়।
বন্ধু স্বজন কেউ না আপন
সবটা দেখান দাড়ি
একলা বলে যায়নি কোথাও
যায়নি নতুন বাড়ি?
একদিন ঠিক তো যায় সকলে
অজানা কোন দেশে
তখন কিন্তু হাজার দোষের
ক্ষমা করে হেসে!