কবিতায় পদ্মা-যমুনা তে নুসরাত রীপা
by
·
Published
· Updated
মন খারাপের গল্প
আষ্ট্রেপৃষ্ঠে বাঁধা পড়ে গেছি
মন খারাপের জালে
মন খারাপ তুমি আসো কেন
দখিনা বাতাস হলে?
ধূ ধূ জোসনায় নগর যখন
মাখামাখি হয়ে যায়, চারিদিকে
বাজে নির্জনতার সুর,ঘুমের চাদর মুড়ে নেয় অট্টালিকা, ফুটপাত
মনখারাপ তুমি কেন নেমে আসো তখ্খুনি হুটহাট?
মনখারাপ তুমি আমার ঘরের জানালার পর্দায়,পড়ার টেবিলে, দেয়ালে,কবিতার বই ছুঁয়ে থাকো
জামার ঝুলে,বালিশে কভারে দিব্যি জায়গা করে নাও
আমার শরীর জুড়ে তোল মন খারাপের জ্বর
আমার ঘরের বারান্দাটাই মন খারাপের ঘর….