স্মরণে লতাজী তে নবপর্ণা

সরস্বতীর বিসর্জন কি হয়েছে
তুমি ছিলে মা সরস্বতীর বরপুত্রি
তুমি ছিলে সুরসম্রাঙ্গী,সুরের যাদুকর।
আসমুদ্র হিমাচল তোমার সুরের সাগরে ভাসমান।
সা থেকে সা ছিল তোমার অনায়াস বিচরন,
সঙ্গীত ছিল তোমার ভালবাসা, তোমার জীবন।
তুমি ছাড়া এই সঙ্গীত জগত অন্ধকার,
তুমি শুধু ভারতরত্ন নও, তুমি তো পৃথিবীর রত্ন
তুমি তো মা সরস্বতীর রত্ন।
তুমি আমাদের আদর্শ,তুমি আমাদের শিক্ষা
সঙ্গীত কাকে বলে, শিখেছি তোমাকে দেখে
তুমি ছিলে সঙ্গীতের মহাসমুদ্র, অসীম সাগর।
এই বসন্ত পঞ্চমী র পূণ্যলগ্নে,
তোমার পূন্য আত্মার মিলন হোল মা সরস্বতীর সাথে।
সঙ্গীতের বিসর্জন কখোনো হয়না
তুমি ছিলে সঙ্গীতের সুরে,আছো,থাকবে।।
তুমি এই সঙ্গীতের জগতেই নেবে পুনর্জন্ম
এই আশায় থাকবো তোমার পথ চেয়ে।।