সাতে পাঁচে কবিতায় নাসির ওয়াদেন

শরতের দৈবদৃষ্টি – ৪
এ শরতে মেঘ নেই, বৃষ্টি আছে
এ শরতে মেঘ নেই, শুধু বৃষ্টি আছে
শস্য আছে মাতৃভ্রূণে, ধূসর হৃদয়ে
জোৎস্নাপাখি গান গায় মলিন বাতাসে
সুর নেই মিস্টি আছে সময়ের স্রোতে
আকাশ ফেঁসে গেছে সুদূরের জালে মোহে
এক সমুদ্র ভালবাসা ঝরে ফুল বাগিচায়
মন্থর স্মৃতি ভেসে আসে পত্রলেখায়
তুমি এখন বহুদূরে, আমার প্রেমিকা বিরহে
আমি ভাসি নীল পবনে দিন শেষের সূর্য্যে
ডুব দিলে,নাকি জেগে উঠলে তারাদের পাশে।