T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় নীলেশ নন্দী

কেন এমন হয় বলো
কেন এমন হয় বলো, কেন এমন হয়?
যে ছেলেটির বাবা নৌকো বায়ে
মাঝ নদীতে গিয়ে আর ফেরেনি,
সেই ছেলেটি বাবার খোঁজে গিয়ে
মাঝ নদীতেই হারিয়ে যায়।
কেন এমন হয় বলো, কেন এমন হয়?
যে মেয়েটি স্বাধীন ভাবে
নিজের মত বাঁচতে চেয়েছিল,
সেই মেয়েটি ধর্ষিতা হল;
বদলে পেল প্রতিবেশীদের অপমান।
কেন এমন হয় বলো, কেন এমন হয়?
কেন আমরা বারেবারে পরাজিত হই ক্ষমতার কাছে?