T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় নিলয় নন্দী
by
·
Published
· Updated
অপেক্ষা প্রহর
মাঝরাত্তিরে ভাসিয়ে নিয়ে যায় হাস্নুহানা চৈত্রের নদী
স্পর্শ যেন প্রজাপতি অরিগ্যামী পালক
স্তব্ধ চারপাশ, ঠিক যেন বিরহ কবিতা
এ সময়ে তুমি এলে চৌকাঠে দাঁড় করিয়ে রাখি
কেবল জোনাকির প্রবেশাধিকার কেবল গীতবিতান
কদমগাছের নীচে কিশোর কিশোরী গতজন্মের
প্রতিশ্রুত মৃত্যুসিরিজ আর…
চেয়ে দেখো আমাদের শব গোনাগুনতি অপেক্ষাপ্রহর
আজ কাল পরশু, অস্ফুটে ডাকো, আছি
থাকারই তো কথা ছিল ভালবাসার পাশে নির্বিকার
এখন লকডাউন, লক্ষণরেখা, ভবিতব্য কানামাছি
শুধু রবিপক্ষ এলে গোপনে চৌকাঠ পেরোই
দাঁড়িয়ে আছো তুমি আমার…