সাতেপাঁচে আজ নিলয় নন্দী

অসুখের সুখ
আবার কোথাও সরোদ বাজছে
তুমি উড়ে যাচ্ছো আমার দরিদ্র জানালার পাশ দিয়ে
প্রজাপতির মত ডানা মেলছো সাদাপৃষ্ঠার উপর
কতদিন কিছু তো লিখিনি। পোর্টেবল বর্ণমালা
পিঁপড়ের সারি কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে
আমিও ফেরি করে বেড়াচ্ছি শীত শহরে শহরে
সেইসব আইসক্রিমের গাড়ি বরফকুচি ছড়িয়ে দিলে
দলবেঁধে নার্স লেডিস সাইকেল গিরিপথ ধ্রুবতারা
মেয়েদের চোখেমুখে এত দুঃখ কেন?
বরফহ্রদের নীচে এখনো তো দিব্যি মাছেদের প্রেম
গয়লানী বউ কী পরম সোহাগে স্তনমর্দন
দুধের লাইনে ভীড় জমাচ্ছে উপোসী পুরুষ
আমি উদাসীন সরোদ শুনতে শুনতে রতিক্রিয়া দেখি
স্লো মোশনে ইমোশনাল কাতুকুতু আর ভীমপলশ্রী
সরোদ বেজে যায়…
অসুখ ফুরিয়ে গেলে তোমার ফিরিয়ে নেওয়া মুখ
আরো কোনো গভীর অসুখ…