কবিতায় নবকুমার মাইতি

সূর্যাস্তের রং
কথা ছিল
পরস্পর হাত ধরে এগিয়ে যাব অনেকটা পথ হয়তো বা সরলরৈখিক নয় সর্পিল
ভরা শ্রাবণ ভেজা আকাশ নিবিড় দাম্পত্যের স্বপ্ন দেখায়
কম্পিউটার স্ক্রিন কমাগত তাড়িত করে নৈকট্যের সীমারেখায়
ভুলে যাই অনেক না বলা কথা, সংবেদনশীল কিছু মুহূর্ত
ভুলে যাই পদ্মাপারে শানঘাটে বসে পুবের সূর্যোদয়
পরস্পর লুকোচুরি খেলতে খেলতে চকিতে ভেসে ওঠে
ফ্লাশলাইটের তলায় দু’জনের একটা মন আছে
সংগোপনে যেখানে সৃজনের সুর বাজে, ফুল ফোটে
নিজের ছন্দে, স্মৃতির পাতা ঝরে টুপ টুপ করে
আনন্দ বিষাদ সবই জমা হয় কালের পরম্পরা
অথচ পরস্পরের মুখোমুখি বসার আগেই
কখন যেন ছুঁয়ে গেছে সূর্যাস্তের রং
জীবন জংশনের প্ল্যাটফর্ম ধরে !