কবিতায় নবকুমার মাইতি

নিঃস্ব হয়েও লোকটা সৎ
ভেজালের যুগে নির্ভেজাল মানুষের
বড়ই আকাল, ধর্ম অর্থ কাম মোক্ষ
সর্বত্রই চোরাবালি, স্তাবকের ভিড়
হতদরিদ্র, পাংশু চেহারা লোকটা
বড়ই অবিমৃষ্যকারী, অকৃপণ
সারা মুখে অসহায়ত্বের ছাপ
বলিরেখা ক্রমশঃ উজ্জ্বল
জীবনভর শুধু দিয়েই গেছে
নিজের বলতে কিচ্ছু নেই
বেহিসেবী মানুষটা উদাসীন
বসে আছে মরা দিঘির পাড়ে
অদূরে কে যেন বলল
বড় ভাগ্যবান মানুষ, নিষ্পাপ
নিঃস্ব হয়েও লোকটা সৎ!!!