কবিতায় নীলাঞ্জনা মল্লিক

ব্যাভিচারী

একটা নিয়মবিরুদ্ধ সঙ্গমের পরে
তুমি গুঁড়িয়ে দিতে পারো নিকষ কালো অন্ধকারের কঠিন প্রাচীর।
তোমার চারপাশে তখন দেওয়াল ভাঙ্গা স্তুপীকৃত বরফকুঁচি। আর তারই অপরপ্রান্তে রূপকথার দেশ—
যেখানে একগুচ্ছ রংবেরঙের কবিতা নিয়ে অবিরত মালা গেঁথে চলেছে বৈদিক নরনারীগণ।
স্বপ্নভঙ্গের আগেই তুমি অলকানন্দা নদী থেকে আঁজলা ভরে জল এনে রেখো। তোমার কাতর কন্ঠজাত শব্দগুলো এক একটা আগুন পুষ্প- যাতে দগ্ধ হয়ে ঝলসিয়ে যায় আমার হৃদয়গহ্বর।
অসময়ে বৃষ্টির মরশুম এমনই।
গভীর আঁধারের ভেতরেও প্রকটভাবে দৃশ্যমান হয়ে ওঠে তারাদের মত উজ্জ্বল কিছু কাব্যের অক্ষরগুলো।
তেমনই একটা কবিতার মধ্যে লেখা ছিলো আজ লাইনটি…
সকল আকাশারোহীর একটাই ছদ্মনাম- ব্যাভিচারী।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।