কবিতায় বলরুমে নীল মিত্র

শ্রী গুরুবে নমঃ
গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব: মহেশ্বরা,
তোমরাই এই পৃথিবীতে ঈশ্বর মনুষ্য রূপধরা।
ধরাতে মাতা পিতার পর গুরুর স্থাণ,
বিদ্যা বুদ্ধি তোমরা আমাদের কর দান।
শি – দিয়ে হয় শিষ্টাচার,
ক্ষ – দিয়ে হয় ক্ষমাশীল ব্যবহার।
ক – দিয়ে হয় কর্তব্যপরায়ন,
তোমরাই করো নতুন প্রজন্মের বলিষ্ঠ রুপায়ন।
মানুষের মতো মানুষ তোমারই গড়ে দাও,
বিনিময়ে শুধুমাত্র শ্রদ্ধা আর সম্মান চাও।
সারা জীবন থেকে যায় তোমাদের অবদান,
উজাড় করে করো তোমরা শিক্ষাদান।
শিক্ষা, দীক্ষা, আদর্শ দিয়ে ভরিয়ে তোল জীবন,
অন্ধকার কাটিয়ে আলোর দিশা করো দান।
শিক্ষাই সভ্য জাতি গঠনের মূল উপাদান,
সারা জীবনেও সোধ করা যায় না তোমাদের অবদান।
তোমরা আছো তাই বাড়ে সমাজের মান,
এতো জেনেও তোমাদের নেই কোন অভিমান।
ধন্য হব যদি পাই সুশিক্ষকদের চরণে স্থান,
পৃথিবীর সকল শিক্ষক-কে জানাই প্রণাম।