কবিতায় বলরুমে নীল মিত্র

ময়না পাখি এসো
নিজের সবটুকু ভালোবাসা দিয়ে বাঁধলাম এক বাসা,
খর কুটা জোগার করে বানালাম সাধের ঘর খাসা।
তুমি যদি আসো দেখবে আছে শুধুই ভালোবাসা,
তুমি একদিন আসবে ঠিকই এটাই মনের আশা।
যত্ন করে রাখব ওগো ময়না পাখি তোমায়,
কিচির মিচির গান শুনিয়ে রেখো তুমি আমায়।
চারবেলা তোমায় খেতে দেব, আদর করব তোমায়,
উড়ে তুমি যেও না ওগো একলা ফেলে আমায়।
এরপর :
পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে,
রেখো আমায় তোমার সুন্দর মনের এক কোনে।
থাকব দুইজন মনের সুখে আমাদের এই ছোট্ট জীবনে,
প্রেমের এক মিষ্টি কাহিনী রচবো সুন্দর এই ভূবনে।
কিছু বছর পর :
কোন ফাঁকে-তে উড়ে গেল, পেলাম নারে টের,
পাখিটা হলো না আপন, এ যে পোড়া কপালের-ই ফের।
তার প্রেমের বোধহয় অভাব ছিল, তাই এমন প্রতিদান দিলো,
মনের মাঝে থেকে মনটাকে-ই মেরে গেলো।।