কবিতায় নবকুমার মাইতি

হৃদি ভেসে যায় ছন্দের দোলনায়
কবিতা লিখবো বলে কিছুই আনিনি
অতি বড় দুঃর্ভাগ্য, পেন পেনসিল ডায়েরি আর যত আনুষঙ্গিক মহার্ঘ্য উপকরণ
দুর্যোগপূর্ণ ঝড়ের রাত, স্মৃতির সরোদে পড়ে টান
ঘনঘোর আকাশে তোমার অনুজ্জ্বল উপস্থিতি
স্থিতপ্রজ্ঞ মনটা হয়ে উঠে বহির্মুখী
কতকগুলো পঙতি ভেসে যায়
প্রাকৃত ছন্দের দোলনায়
অনুচ্চারিত লিপিমালা
সময়ের স্রোতে বিতরাগ স্মৃতি
কবিতা লিখবো বলে কিছুই আনা হয়নি
দেবদাস পারুর উচ্ছল উদ্যাম হৃদয়
হোরেস অ্যারিস্টোটল কিংবা বিঠোভেন
জয়দেবের গীতগোবিন্দ, মুগ্ধ প্রেমগাথা
প্রেমের অনন্ত দ্রাঘিমা ঘিরে বেজে ওঠে রাধার নূপুর
অনিকেত অপেক্ষায় সংগ্রহ করি বৈরাগ্যের আলতারাঙ্গা সাধান বৈভব,
অলৌকিক শোক আর বিরহ
অগ্নিস্নান খুব সহজ কর্ম নয়
নিয়ত প্রস্তুত করে নিতে হয় হোম কুন্ড
শুদ্ধতার সুবাসিত জলসিঞ্চনে
হয়তো বা তরল আগুনে পোড়ে কামজকুসুম
নিগূঢ় তত্ত্ব বোঝে শুধু পরমা প্রকৃতি
কাম কলায় তোমার অনায়াস বিচরণ জানি
মোহ মুখের কারুরেখা, তাকিয়ে থেকেছি অপলক
দেহদান সকলেই করে, কিন্তু হৃদয়-
হৃদয় ছুঁয়ে যেতে পারে ক’জন?
কোটি গল্প ব্রত ও সাধন
তুমি শুধু নর্তকী নও, সাধন তীর্থে
জন্মশুদ্ধা ব্রতচারিনী দেবী
ঐশী মহিমায় সমুজ্জ্বল
লালসা তাড়িত হয়েও সৌন্দর্য বিলাসিনী
লাস্যময়ী মতীবিবি নও, অপাপবিদ্ধ কপালকুণ্ডলা
একমাত্র তুমিই বলেছিলে
কোন এক কাক ভোরে সকাতরে ডেকে
বন্ধু , আর কখনো এসো না
আকাঙ্ক্ষিত এই পথে
পথটা সুগম নয়,পবিত্র নয়!