কবিতায় নবকুমার মাইতি

একটা প্রহর কাটেই যদি
একটা প্রহর কাটেই যদি আমার সাথে
ক্ষতি কি বল এই জীবনে
না হয় আড়ি করেছিস তুই সংগোপনে
তবুও তো দোলা লাগে মন পবনে
কলেজ মাঠে দেখা হোত গাছের নিচে
উদাসপারা দৃষ্টি ছিল গাঙের নায়ে
ফুটতো যদি বনের কাঁটা আমার পায়ে
মুছে দিতিস প্রলেপ দিয়ে ব্যথার ঘায়ে
জানি আমায় ছাড়বিনা তুই এই জীবনে
শক্ত করে ধরবি আমার হাতের মুঠো
একটা চুমু এঁকে দিবি আমার ঠোঁটে
পরম্পরায় জড়িয়ে নেব হৃদয় দুটো!