কবিতায় বলরুমে নীল মিত্র

চুম্বন

চুম্বন শুধু দুটি শরীরের মিলন নয়, একে অপরের প্রতি সমর্পণ।
চুম্বন শুধু যৌনতা নয় তা দুটি মানুষের মননের মিলন।

চুম্বন মরুভূমিতে এক পশলা বৃষ্টি,
তাই তো সেটা এতো মিষ্টি ;
চুম্বন অন্ধকারের গভীরে থাকে না,
করে চলে নতুন মুহূর্তের সৃষ্টি।

চুম্বন শুধু ওষ্ঠপুট ছোঁয়া নয়, সেতো দুটি শরীরের কাছে আসার অনুভূতির দীপ্তি ।
চুম্বন যদি খারাপ হতো, থাকতো না সে হয়ে জীবনের স্মৃতিমধুর তৃপ্তি ।

চুম্বন হলো আত্মাকে আত্মার সাথে মেলানোর পথ,
চুম্বন হলো দুই মনের মিলনের শপথ।

সময়ের সাথে ভুলে যাই অনেক কিছু,
প্রথম চুম্বন থেকে যায় হয়ে এক স্মৃতি।

চুম্বন শুধু শরীরের উষ্ণতা বাড়ায় না,
সে তো সারা শরীরে ধরায় আগুন।

চুম্বন শুধু দুটি বিপরীত লিঙ্গের মিলন নয়,
আকাশের সাথে প্রকৃতির ভালোবাসার মেলবন্ধন।

চুম্বন কোনো যৌনতার প্রকাশ নয়,
দুটি মানুষের আরো নিবিড় হওয়ার সেতুবন্ধন।।

Spread the love

You may also like...

error: Content is protected !!