বন্ধনহীন করেছ সবে বিভেদের মাঝে মলিন
শক হুন মোগল পাঠানের মিলনের সভ্যতা সুপ্রাচীন,
বৌদ্ধ, খ্রীষ্টান, জৈন, পারসিক মুসলিম জনগন
গৌরব গাঁথায় গাই যে মোরা জনগন মন গান,
রবীন্দ্র নজরুলের পুণ্য ভারত ভূমি চির অম্লান
জাত পাত ভুলে করেছেন সুদৃঢ় ভ্রাতৃত্বের বন্ধন,
কেবা হিন্দু কেবা মুসলিম জানা কি প্রয়োজন?
মোরা নজরুলের এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান।
রাঙা সূতোর বাঁধন মোদের বাঁধিয়াছে এক সূত্রে
জন্ম মৃত্যু, দুঃখ আনন্দে ভাসি মোরা এক স্রোতে,
এই দেশের ভাই বোনেরা বাঁধা রাঙা রাখির ডোরে
মোরা এক সাথে পথ চলি স্বপ্ন দেখি ভোরে
কেন হানাহানি তবে কেনই বা রক্ত ঝরে,
কি লাভ এতে হিংসা দ্বেষের বাজি ধরে!
করে অপরাধ, মানুষকে ঘৃণা করে, করে আঘাত
এই ঘৃণা বাঁধিবে যে তারে আজ না হয় কাল নির্ঘাত,
মানবতার উন্মেষ হোক শিক্ষা চিন্তা চেতনায়
এসো সবাই মাতি রাখী বন্ধনের মিলন মেলায়।