কবিতায় নবকুমার মাইতি

ভালোবাসা
ভালোবাসা ভিখিরি বানায়
একসময় প্রেম ছিল,সখ্যতা ছিল
পূর্ণাবয়ব চাঁদের আলোয় তোমার অমলিন মুখটি
ছিল ঠিক ঈশ্বরীর মতো দেখতে
অপলক দৃষ্টিতে কতক্ষণ তাকিয়েছিলাম
আজ আর মনে নেই,যখন সম্বিত ফিরে
পূর্বাকাশে সূর্যের লাল আভা…
রুপজ মোহে যৌবনের রতিসিক্ত দিনগুলি
অজান্তে গড়িয়ে যায়,যাবতীয় উপার্জন
অর্থ-সম্পদ বিষয়-বৈভব,আর সব
কালের অমোঘ নিয়মে তুমি আজও
ঈশ্বরী রয়ে গেলে,হতভাগ্য আমার
কপাল জুড়ে ঘনঘোর অমাবস্যা
নিঃস্ব রিক্ত সর্বস্বান্ত এই জীবন
ভিখান্তে কাটে দিবস রাত্রি
অনিঃশেষ অন্ধকারে হাতড়ে বেড়াই ভালোবাসা!!