কবিতায় নবকুমার মাইতি

মানবকল্যাণে রাজা রামমোহন
দেশ কল্যাণের দুশ্চর ব্রতে নিবেদিত প্রাণ
পাহাড় ভাঙ্গা পথ চলা- কুসংস্কার অমানবতার বিরুদ্ধাচারণ
শত সহস্র বাল বিধবার অশ্রু মোচন
বিগলিত হৃদয় কুলুকুলু বয়ে যায়
পাহাড়ি ঝরনা সম, সতত সংগ্রাম যার
আজন্ম সাধন পীঠ, মরমী প্রাণের
দরদি মানব আত্মা তুমি- রাজা রামমোহন
বাংলা গদ্যের জনক, উচ্চতর মেধা ও মনন
ব্রাহ্মণ্য প্রীতি, স্রষ্টা পুরুষ, সেরা বাঙালি
কুলিন ব্রাহ্মণ সমাজ যখন স্বেচ্ছাচারের
স্বখাত সলিলে নিমজ্জিত, সাম্প্রদায়িক
শোষণ পীড়ন দুর্নিবার, শতাব্দীর জগদ্দল পাথর
সরিয়েছ অনায়াসে শ্বেদ রক্তের বিনিময়ে
সুতীক্ষ্ণ প্রজ্ঞা, অচ্ছেদ্য যুক্তি জাল
মুক্তিকামি মানুষের হৃদয় সিংহাসনের
মহারাজা, তোমাকে জানাই অযুত কুর্নিশ।