কবিতায় নবকুমার মাইতি

আজও মনে পড়ে
ভুলে যাওয়া ঢের ভালো ছিল
আমাদের এই পথ চলা
কত স্মৃতি বিস্মৃতির মাঝে
নিরবধি দুঃখের কথা বলা
জীবনের ক্রম অভিঘাতে
নিরব অশ্রুর ফোঁটা পড়ে
লাশকাটা ঘর নয় আর
চৈতি রাতের প্রলয়ঙ্কর ঝড়ে
তুমিও কি আজও বসে আছো
সফেন সমুদ্র দিতে পাড়ি
ফিরে যাবো বিশ্রাম তাবুতে
কি হবে নিছক জুড়ি-গাড়ি
জীবনতো ক্ষনিকের মায়া
ধুলিময় পঞ্চভূতে গড়া
অনন্ত বিশ্বের যত গ্লানি
এ জীবনে বন্ধ হোক পড়া
মিলন মধুর সেই গান
সঙ্গে বাঁধা একতারা সুর
পড়ে রবে ধরার ধুলায়
যেতে হবে দূর-বহুদূর…