ক্যাফে টক

অসংযমী সংলাপ গুলো খুব যত্নে অবহেলা করতে পেরেছি। আজ সাময়িক বিরতি সমস্ত অস্থিরতা থেকে।
নকশা আঁকতে বসেছি গুপ্তধন লুকিয়ে রেখে, যদিও উত্তরাধিকারীর জন্ম হতে এখনো অনেক সময়।
নিরাপত্তা বলয় পরীক্ষা করে নিয়েছি
নিশ্চিত সাংকেতিক ইশারা ছাড়া ইহা দূর্ভেদ্য।
এখনও ভেবে উঠতে পারিনি
কোন পথে ডাকবো মহাকালের লোভী কে ।
ছলনাই বা কতক্ষণ আগলে রাখবে পথ।