কে দেবে কার মুখে আগুন
কে দেবে কার গোরে মাটি
যদি সবাই নির্বোধের মত
মৃত্যুর মিছিলে হাটি
চারিদিকে বসন্ত , আগামীকাল রঙের উৎসব , উৎসব মিলনের , একই সাথে চলছে ভোটের উৎসব যার দৌলতে শহরেও ছেয়ে গেছে স্লোগানে , ফেস্টুনে এও এক বসন্ত । অনেকেই ভাবতে পারে রাজনীতির থেকে কবি সাহিত্যিক দের দূরে থাকাই শ্রেয়।
হয়তো তারা দূরেই থাকে , কিন্তু থাকে তো এই বাংলাতেই
সব বাঁচালেও ল্যাজে আগুন লেগে যায়। আজকাল নিউজ চ্যানেল গুলো দেখলেই ছোটো পিসির কথা মনে পরে ।
আমার ছোট পিসি এপারের ভাষা আয়ত্ত করতে পারেনি। টিভিতে মারামারির দৃশ্য দেখলেই আনন্দে একাত্ম হয়ে যেতো কিন্তু কার সাথে বোঝা যেতো না।
চিৎকার করতো
আমারও তেমনি ইচ্ছে করে
ইচ্ছে করে চিৎকার করে বলি ক্যালা , কেলিয়ে ফাটিয়ে দে
মানুষের বিশ্বাস নিয়ে যারা খেলা করে তাদের স্যাটা ভাঙা কেলানো উচিৎ
যাইহোক আপনারা সৎ সাহিত্য চর্চা করুন কবিতায় , গল্পে প্রবন্ধে । শুধু এটুকু মনে করিয়ে দেবো যে একজন সৎ সাহিত্যিক সময়ের দলিল ও লেখেন আর সময়টা কুৎসিত বা ভয়াবহ হলে সেটা কুৎসিত এবং ভয়াবহই লেখেন। সেটা লিখতে গিয়ে যদি আপনার গায়ে কোনও রঙের ছিটে লাগে এতো ভাববেন না দোলের রঙ ভেবে হাসিমুখে মেখে নিন ।