ক্যাফে টক by TechTouchTalk Admin · Published June 26, 2021 · Updated June 26, 2021 কলম টা হঠাৎ কোদাল হয়ে গেল আমি কেমন যেন বশীভূত কোদালের ইচ্ছেয় মাটি খুঁড়ছি আরও জোরে হাত চালাও কে যেন নির্দেশ দিচ্ছে খুঁড়েই চলেছি কিন্তু কেন আমি কবি আমার কোদাল নয় কলম চাই আবারও সেই আকাশবানী ভনিতা ছাড়ো আর কিচ্ছু লেখার নেই তোমাদের সভ্যতার কবর প্রশস্ত কর নব কুমার দে ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love