ক্যাফে টক

চাল
১)
আঁশপ্রেম আঁশটে কৌতুক আবছায়া মূল্যবোধ
জীবন মৃত্যু এখানে পিঠে পিঠ ঠেকিয়ে
ভুল চালের অপেক্ষা করে
কেউ একজন হারবেই অথচ জিতবে না কেউ
২)
আমার বড় ভুলো মন
চাল মনে থাকেনা
তাই কখনও দাবা খেলিনা
যাদের অহঙ্কারের রঙ কাঁচা হলুদ
বোকার মত আমি
তাদের মাঝেও পলাশ খুজি ।।
নব কুমার দে