ক্যাফে টক

বাংলায় গোয়েন্দা চরিত্র বলতে ব্যোমকেশ ফেলুদা আরো কিছু আছে মনে পড়ছে না , কিন্তু আর কিছু চরিত্র যেমন প্রফেসর শঙ্কু , টেনিদা , কর্নেল আর ঘনাদা লেখার মত মেধা নিয়ে আর কেউ জন্মেছে বলে জানা নেই ।
কল্পবিজ্ঞান যার হাত ধরে বেঁচে ছিল যার হাত ধরে আগাথা ক্রিস্টি , শার্লক হোমস চিনেছিলাম সেও আর রইলো না ।
অদ্রীশ বর্ধনের মৃত্যুতে শেষ হয়ে গেল বাংলা সাহিত্যের শৈশব ।
আজ তার মৃত্যূবার্ষিকি তে সাহিত্য Cafe শ্রদ্ধা জানায়।