আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ নব কুমার দে

আজ একুশে ফেব্রুয়ারি
সাঁইত্রিশ বসন্ত পেরিয়ে
সবুজ কিশোর এলো দ্বারে
চিনতে পারিস আমায়
কিছু কি মনে পরে
শ্লেটে প্রথম অ আ
প্যান্টে স্কুলের ধুলো
ভেসে ওঠে চেনা চেনা মুখ গুলো
বুড়ো আঙুল উঁচিয়ে হাসে
তোর সাথে আজ ভাব
ফিরিয়ে নিলাম আড়ি
আয় বুকের মাঝে মিটিয়ে মারামারি
তোর সাথে আজ ভাব
তোর সাথে আজ আড়ি
মনের এমন মোচড়
ভাই বলে ডাক না আবার
কী মিঠা ভাষা আমার
কত মায়া জড়াজড়ি
ভাব আড়ি, ভাব আড়ি
চোখের কোণে চিকচিক করে একুশে ফেব্রুয়ারি