ক্যাফে টক

একি বিপুল সমারোহ, বাঙলা বাঙালির আবেগ দুমড়েমুচড়ে দিয়ে মহাপ্রয়ানের পথে হেঁটে একজন পাঁচফুট এগারো ইঞ্চির অভিনেতা। পেছন পেছন তাকে এগিয়ে দিতে এসেছে আপামর বাঙালি । রুলিং পার্টি ,বিরোধী পার্টি একসাথে এক মিছিলে , গানে , কবিতায় বারবার বলতে চাইছে তুমি ফিরে যাচ্ছো যাও কিন্তু আমরা তোমায় ভুলবো না।

কেউ বিদায় জানাতে এসেছে অপুকে , কেউ বা ক্ষীদ্দা কে। কেউ এসেছে শেষবার উদয়ন পন্ডিত কে দেখবে বলে । চোখের জলে বিড়বিড় করছে ” পাঠশালা আবার খুলবে , নিশ্চয়ই খুলবে “

চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চলে গেলেন একজন কবি , একজন নাট‍্যকার , একজন আবৃত্তিকার এবং সর্বোপরি একজন অভিনেতা যাকে বাঙালি কখনও পর্দার মানুষ ভাবতেই পারেনি ।

প্রতিভা, অনুশাসন আর পেশাদারিত্বের অবাক দৃষ্টান্ত স্থাপন করলেন তার জীবন যাপন দিয়ে। চলে গেলেন একজন ঋজু শিরদাঁড়ার মানুষ , চলে গেলেন নির্ভীক এক দীপ্তকন্ঠের মানুষ। কখনও নিজের বিশ্বাস থেকে সরে এসে নিজেকে নিয়ে গেছে এমন উচ্চতায় যে অতি বড় শত্রু ও শ্রদ্ধা করতে বাধ্য হয়েছে।

এই আবেগ নিয়ন্ত্রণ করে লেখা থামানো মুশকিল তবুও থামতে হয়। একদিন আমরাও চিৎকার করবো ফেলুদা

” আছে আছে আছে , আমাদের টেলিপ্যাথি আছে ” আর চোখের সামনে ভেসে উঠবে তুমি।

নব কুমার দে

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।