ক্যাফে টক

আজকাল শিল্প সংস্কৃতি সব জায়গায় জাকিয়ে বসেছে একটি ভয়ংকর শব্দ
” পেইড ” । এই পেইড এর দ্বারা সব সম্ভব । যেমন ধরুন একজন একটি গানের এলবাম রিলিজ করেছেন এবং কোনও এক সঙ্গীত বোদ্ধা কে পে করেছেন তার এলবাম সম্বন্ধে কিছু লিখে দিতে। তিনি গানের খারাপ বা ভালো বিচার না করেই মুগ্ধতার বৃষ্টি ঝরিয়ে দিলেন। আর আমরা স্রোতে ভাসার মত ভেসে গিয়ে ঝাঁপিয়ে পরলাম শোনার জন্যে। ঠিক একই ভাবে একটি পেইড রিভিউ একজন খারাপ লেখিকা বা লেখককে মহান সাহিত্যিক করে তুলতে পারে , একটি অতিখারপ সিনেমাকে যুগান্তকারী বলে উল্লেখ করতে পারে। ফলস্বরূপ আরও পিছিয়ে পরে সত্যিকারের প্রতিভাবানরা যাদের কাছে প্রতিভা তো আছে কিন্তু পে করে রিভিউ লেখাবার টাকা নেই। আসুন না আমরা যারা লেখালেখি করি , তারাই একটু সময় বার করে নিস্বার্থে সঠিক প্রতিভাবান দের রিভিউ লিখি । না হয় চোখ ঝলসানো আলো দিতে পারবো না কিন্তু যতটুকু দেওয়া যায় দিতে তো পারি।