সম্পাদকীয়

বইমেলা শেষ হয়েছে সদ্য
রেশ এখনও কেটে ওঠেনি। যদিও এইবারের বইমেলা একটু ম্লান লেগেছে বন্ধু শিল্পীদের দেওয়ালের বদলে ফ্লেক্স দিয়ে মুড়ে রাখা হয়েছে। এখানে সেখানে বসে পড়ে গান গাওয়া দল গুলো চোখে পড়েনি।
তবুও তো ফিরতে হবে।
তাই আবার ফিরছে শনিবারের সাহিত্য CAFE
আজ প্রয়াত হয়েছেন শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। টেক টাচ টকের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জানাই।
আসুন আমরা সত্য লিখি, আসুন আমরা আয়না লিখি।
নব কুমার দে