স্বাধীনতা দিবসের আগের দিন আজ। দুঃখের দিন বড়ই। আজকের দিনেই দেশ ভাগ হয়। আমার পূর্বপুরুষ আজকের দিনেই তার নিজের মাতৃভূমিতে পরবাসী হন। দীর্ঘ অত্যাচার পেড়িয়ে আজ আমার দেশ ভারত বর্ষ। আজো আমরা এই দেশের নাগরিক কিনা সেই নিয়ে বহু মানুষ সংশয় প্রকাশ করেন। বলতে পারেন আমরা কেন নাগরিকত্ব নিয়ে বার বার এই প্রশ্নের মুখে পড়বো? সবটাই রাজনীতির স্বার্থে! গভীর কষ্ট নিয়ে আমার বাবা এবং কাকারা তাদের মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছিলেন। কিভাবে যে এদেশে এসে নিজেদের জীবন ধারন করেছিলেন আরো কয়েক লক্ষ মানুষের সাথে তার ইতিহাস অনেকেই জানেন না। আমার মত অনেকেই যারা এই পরিবারে জন্মেছেন এবং বড় হয়েছেন তারা জানেন আমাদের লড়াইও কম নয়।
তবুও আমরা স্বাধীনতা দিবস পালন করি আসুন। শুভ ৭৫ তম স্বাধীনতা দিবস। সবাই আনন্দে থাকুন।