স্থীর দেখছি, একমনে দেখেই যাচ্ছি অথচ মনে কোনও দৃশ্য নেই। একটা কাঠ পিঁপড়ে কলকে ফুলের ভেতর শুড় উঁচু করছে আর নামাচ্ছে, ক্রমাগত । দেখছি , হয়তো দেখছি না । কোথায় একটা ছেড়া প্লাস্টিক আটকে আছে , হাওয়ায় পতপত করছে। দেখছি অথবা শুনছি , অথবা শুনছি না কিন্তু আছে হাওয়ায় পতপত করছে। কারা যেনো কোথায় গিয়েছিল , হয়তো খারাপ কিছু হয়েছে, মাথা নীচু করে ফিরছে । ছবিতে ছবিতে কারা দলবেঁধে হাসছে, সবাই সব দেখছে, আমিও দেখছি হয়তো বা দেখছিনা। ঘোর চেয়ে আছি শুধু, চলো চুপচাপ লিখে রাখি বেবাক যা দেখছি আর যা দেখছি না।