ওই দূরে নৌকা ভাসে
কে যেন হাল ধরে বসে থাকে
কে যেন জাল ছাড়তে ছাড়তে যায়
এদিক সেদিক করে কিছু পয়সা জুটিয়ে ফেলি
বাড়ীতে গিয়ে চিৎকার করি
ওগো শুনছো আজ এক কিলো চাল
কয়েকটা আলু নিয়ে এসেছি
আজ ভাতে-ভাত ফুটিয়ে খাব
কবিতার খাতায় বৃষ্টির ছাট লাগে
শব্দ গুলো অস্পষ্ট হতে থাকে
গরম ভাতের স্বপ্ন দেখি
হাড়িতে জল ফোটে
থালা বাসনের শব্দ পাই ,চুড়ির শব্দ
আহা বাতাস জুড়ে সেই মোহিত করা গন্ধ
চাল ফুটছে
আমি এবারে একটা বসন্তর কবিতা লিখব
কোকিল টা কোথায় কে জানে
ইলেকট্রিকের তারে বসে ডানা ঝাপটায়
একটা একলা কাক