T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় নব কুমার দে

অপেক্ষা
শিউলি গাছটা বেশ বড় হয়েছে
অনেক গুলো পাতা হয়েছে
কিন্তু ফুল ফোটেনি
হয়তো আগামী বছর পুজোর আগে ফুটবে
যে কোনও বাহানায় অপেক্ষা করতে
ভালো লাগে আজকাল
নির্জন প্লার্টফর্মে বসে থাকি
এক ঘন্টায় একটা ট্রেন আসে , চলে যায়
উঠিনা
অপেক্ষা করি পরের ট্রেনের
আজকাল ছবি আঁকি না , কবিতা লিখিনা
বই পড়ি না
অসাড় পড়ে থেকে চেয়ে থাকি অজানার দিকে
হয়তো কিছুই দেখিনা
কোন পাখি ডেকে উঠলে , ঘাড় ঘুরিয়ে একটু পাখিটাকে খুঁজি
দেখার চেষ্টা করি কোনো চেনা পাখি কি
গত বছরের শীতে বোলপুর শামুকখোল দেখেছিলাম
ক্ষীদে পেলে খুচরো পয়সা গুনে একটু চা বিস্কুট খেয়ে নিই
এর থেকে বেশী কিছু খেতে ইচ্ছে করে না
একটা বিড়ি ধরালেই মহাসুখ জাঁকিয়ে বসে
দূরে সময়ের জোয়ার আসে
একটা ভীড় ভেসে যায় দেখি
ভীড়টা কাছে এগিয়ে এলে
আমি ধীর পায়ে দূরে সরতে থাকি
আস্তে আস্তে জঙ্গলের দিকে এগিয়ে যাই
নির্জনতার দিকে এগিয়ে যাই
কুটুস ফুলের মাথায় প্রজাপতিটা দুলতে থাকে
তাকে না উড়িয়ে তার পাশের ঘাসটায় চুপ করে বসি
অপেক্ষা করি
জানি একদিন ঠিক আমাকে খুঁজতে
আমিই এসে দাঁড়াবো
একদিন আমিই আমাকে বলে উঠবো
অন্ধকার নামছে
বাড়ি ফিরবি চল
দেখিস হয়তো কাল ভোরে শিউলি ফুটবে