এই দুঃসময়ে হয়তো কিছুই লেখার নেই, প্রতিদিন একজন করে স্বজন হারানোর মৃত্যু সংবাদ আসছে অথচ আমাদের কারো কিছু করার নেই। আমরা প্রত্যেকে জানি আমরা ঠকেছি, ধূর্তদের পাশা খেলায় সব খুঁইয়েছি আমরা ।
তারপরও কবিতা লিখছি , প্রতি সপ্তাহে প্রকাশিত হচ্ছে সাহিত্য কাফে। আমরা যেন টাইটানিক এর সেই পাঁচ বেহালা বাদক যারা জাহাজ ডুববে জেনেও পালিয়ে যাওয়ার তাগাদা নেই। আসলে সুরের সাধনা করতে করতেই মরতে চাই। আসলে সবাই যেমন মন্দির মসজিদে মাথা কুটে মরে , আমরা সাহিত্যের পায়ে সেভাবেই পড়ে থাকতে চাই।