T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় নিদর্শনা দাস

নিঃসীম পারাপারে
এসে দেখো, চলে যাবে নীরসের এই পথটায়
আঁখি জলে কি বা চলে আশার এই উপমায়
তবু যদি চাও নিতে, দেওয়ার আর্শি থেকে
রয়ে যাক কিছু রবে, নীরবে কি বোঝানোয়..
আজ এসো কাল নিয়ে, কাল কি তা ভুলি না
এ মনের জানালা সে খবর কি রাখে না
বিশদে তো বলি বলো, বিশাল না আঙ্গিনা
তাও যদি জানা যেতো, চিরতর ঠিকানা
ফের আসে উজানে বেয়ে হিয়ার সে অভিপ্রায়
পার করেও পারাপার কার তা কি জানি, হায়
বয়ে গেলে সময়ে, ভাটার এ তালে কাল
তখনও কি চাইবে সেই, দিলো আলো যে সকাল
ধরে হাত চড়ে কেউ পাহাড়ের সীমানায়
দেখা পেতে সেই রোদের, তরী-পার কিনারায়
সীমাহীন অজানা তে কত গ্রহ ভেসে যায়
হাতে তবু সব থাকা, মানতে কি পারো তা- ই
আসে যদি এমন-ও কাল,আশপাশ থাকে বেরঙ্গিন
অদীনের ও দীনতা, মেলা আঁকিবুকি নিশিদিন
নেভে তারা, পূরণের স্বপ্ন-কি অবিলীন, মিশে
পূর্ণ হৃদয়ে আছো, বাহির-অন্তরে আমি স্বাধীন।