কবিতায় পদ্মা-যমুনা তে নিতাই চন্দ্র দাস

গুঁতাগুঁতি–
লাল গরুটা বেজায় পাঁজি
শুধু করে গুঁতাগুঁতি,
যারে পায় তারে মারে
নেই মায়া একরত্তি।
লাল দেখলেই মাথা খারাপ
হুমড়ি খেয়ে পড়ে,
বাছ বিচার নেই কোন
বাঘের মত ধরে।
লালের মধ্যেই যত তার
লাফালাফি ঝাঁপ,
চোখে পড়লেই নেশা ধরে
শরীরে উঠে কাঁপ।
হঠাৎ দেখে ভীমরুলের চাক
মিয়া বাড়ির ছাদে,
লাফ দিয়ে ধরতে গিয়ে
পড়ে গভীর খাদে।