কবিতায় পদ্মা-যমুনা তে নিতাই চন্দ্র দাস

মনের সওদা
এমন একটি মন চাই
যে মনে ভালোবাসার রং আছে
সেই রঙ লাগিয়ে হাওয়ায় ভাসে।
যে মনে রাগ আছে
মান অভিমানের খেলা আছে
ভালোবাসার আলতো ছোঁয়ায় রাগ খসে।
যে মনে কষ্ট আছে
কষ্টের মাঝেও প্রণয় হাসি আছে
দুই বাহুতে জড়িয়ে রাখে মায়ার বশে।
যে মনে আগুন আছে
যার বহ্নি শিখায় তেজ আছে
বাধা পেলে প্রতিবাদে উঠে ফুঁসে।
যে মনে অদম্য সাহস আছে
লড়তে জানে রুদ্ধশ্বাসে
অনিয়মের বাঁধন ছিঁড়ে বিজয় বেশে।
সেই মন খুঁজে ফিরি
এই কোলাহলে ভিড়ের মাঝে
খুঁজে পেলে ফিরব ঘরে সওদা শেষে।