সাতে পাঁচে কবিতায় নিতাই চন্দ্র দাস

পরিপূরক
দুঃখ আছে বলেই সুখের এতো কদর
সুখের তরে বেড়ায় ঘুরে দেশ দেশান্তর।
ক্লেশ যদি না থাকে ভবে
হর্ষের আর না মূল্য রবে
ছুটবে না আর সুখের পিছু ঈপ্সিত অন্তর।
আকাশে সাদা মেঘের ভেলা
বাতাস বিনা হয় না উতলা
বাতাস আছে বলেই ছুটে মেঘমালা হয়ে দিগম্বর।
মেঘমালা আছে বলে
বৃষ্টি হয়ে পড়ে ভূতলে
বৃষ্টি আছে বলেই ধরনীর ভূমি হয় ঊর্বর।
রাতের পরে দিন আসে
রবির আলোয় ধরনী হাসে
রবি আছে বলেই বিকশিত হয় শ্যামল প্রান্তর।
ভাটার পর জোয়ার এসে
জলরাশি উঠে ভেসে
জোয়ার আছে বলেই নদীর হয় যৌবন উদ্ধার।
ফুলের পিছে অলি ঘুরে
বাগান উঠে ফুলে ভরে
অলি আছে বলেই ফুলের হয় মৌর বিস্তার।
নারী পুরুষ প্রণয় রসে
একে অপরে আনন্দে ভাসে
নারী পুরুষ আছে বলেই প্রেমের হয় মধুর প্রসার।