সাতে পাঁচে কবিতায় নিতাই চন্দ্র দাস

ঝড়ের রাতে
সেই দিন ঝড়ের রাতে
তুমি আমি এক সাথে
বাবুদের ভাঙ্গা এক চালাতে
বসেছিলাম আশ্রয় মাগি।
তোমার কোমল দুটি হাত
জড়ায় মোর কোল অকস্মাৎ
যেন আহত পারাবত
সুখ লাগি অস্থির বিবাগী।
তোমার শান্ত দুটি নয়ন
নিরবে করেছে চয়ন
কি জানি রঙিন স্বপন
মিলনের তরে ছিল উন্মুখ।
হৃদয়ের গভীর স্তব্ধ কোণে
দিয়েছিল নাড়া শান্ত মনে
যৌবন রসে বিচরণে
গোপন করি সিক্ত চোখ।