কবিতায় পদ্মা-যমুনা তে নিতাই চন্দ্র দাস

মনের মানুষের খোঁজে
মনের মানুষ খোঁজে মরি
পাইনা খোঁজে তারে
সকল জায়গায় খোঁজে ফিরি
সারা জগৎ ভরে।
নদীর কাছে শুধাই গিয়ে
উদ্দাম স্রোতের তানে
মনের মানুষ কি লুকিয়ে আছে
সেথায় সঙ্গোপনে!
নিরবধি তুমি ছুটে চলো
বিশাল তব মন
সেখানে কি মিশে আছে
মোর প্রিয় জন!
নদী বলে,দুর্বার চলি
তাকানোর সময় নাই
মনের মানুষ কোথায় আছে
দেখিতে নাহি পাই।
বনের কাছে, শুধাই গিয়ে
বলতে পারো ভাই
মনের মানুষ খোঁজে ফিরি
কোথায় গেলে পাই!
তব ঘন শ্যামল ছায়ায়
কত লোকের আনাগোনা
তাদের মাঝে আছে কি
মোর প্রিয় সোনা!
বন বলে,কে কার আপন
বলা কি আর যায়
কত জনের আসা যাওয়া
থাকে বসে নিরালায়।
হাতে হাত রাখি সময় কাটে
মধুর আলাপন করি
কে যে কার মনের মানুষ
বুঝিতে নাহি পারি।
পাহাড়ের কাছে শুধাই গিয়ে
দু’হাতে মিনতি করি
বলতে পার মনের মানুষ
কোথায় খোঁজে ফিরি!
তুমি ঠায় দাঁড়িয়ে আছ
শির উঁচু করে
সকল লোকের গতিবিধি
দেখ নয়ন ভরে।
পাহাড় বলে,অধঃমুখে
নজর আমার নাই
ঊর্ধ্ব মুখে দাঁড়িয়ে থেকে
আকাশ পানে চাই।
কে আসিল কে গেল
খবর কি আর রাখি
কঠিন পাষাণ হৃদয় মম
খোঁজে ফিরে না আঁখি।
এথায় সেথায় খোঁজে ফির
প্রিয় মনের মানুষ
তব পাশেই পাবে তারে
তাড়াও মনের কলুষ।