কবিতায় পদ্মা-যমুনা তে নিতাই চন্দ্র দাস

বর্ষায় প্রকৃতি
মেঘ গুড়গুড় মেঘের ঝাঁকে
তাক ডুমাডুম মাদল বাজে,
কালো কাজল কেশ উড়িয়ে
ছুটে চলে বধুর সাজে।
মেঘের পালকি ছুটে চলে
তেপান্তরের মাঠ পেরিয়ে,
আবির রাঙা আকাশ জুড়ে
রঙধনু দেয় ছড়িয়ে।
সবুজ গাছের পাতার ফাঁকে
আলো আঁধার করে খেলা,
তাদের নাচন দেখে দেখে
পূব দিগন্তে যায় বেলা।
বর্ষার কালো শীতল জলে
চাঁদ সুরুজ দেয় উঁকি,
গাছের ডালে ফিঙ্গে পাখি
জলের মাছকে দেয় ফাঁকি।
বর্ষায় প্রকৃতি অপরূপ সাজে
কদম বকুল হিজল ফুলে,
শাপলা কলমি কচুরীপানা
নেচে উঠে ঢেউয়ের তালে।